thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

২৬-২৭ মার্চ রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

২০২১ মার্চ ২৫ ১১:৪৬:২৩
২৬-২৭ মার্চ রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা। সবশেষ ২৬ মার্চের অনুষ্ঠানে অংশ নিতে দেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, বাংলাদেশের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিতে আসা বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য আগামী ২৬ ও ২৭ মার্চ ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এমনকি কিছু কিছু সময়ের জন্য সেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় ডিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। সাময়িক অসুবিধার জন্য ডিএমপি ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর