thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

২০২১ মার্চ ২৭ ১২:৫৭:০৯
বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোপালগঞ্জের টুঙ্গিাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ শনিবার (২৭ মার্চ) বেলা ১১টা ৩৮ মিনিটে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, বেলা ১১টা ২৫ মিনিটের দিকে ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করে। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে নরেন্দ্র মোদিকে নিয়ে সমাধি কমপ্লেক্স পরিদর্শন শেষে বইতে স্বাক্ষর করেন।

এ সময় বঙ্গবন্ধুর ছোট কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা সেখানে উপস্থিতি ছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনের পাশে একটি বকুল গাছের চারা রোপণ করেন।

এরপর তিনি টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানীর ওড়াকান্দির উদ্দেশে রওনা হবেন এবং মতুয়া সম্প্রদায়ের তীর্থ স্থান হরিচাঁদের ঠাকুরের বাড়িতে পৌঁছাবেন। সেখানে পূজা অর্চনা করবেন। পরে তিনি ঠাকুর বাড়ির সদস্য ও মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে নরেন্দ্র মোদি হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুর বাড়ি ত্যাগ করবেন বলে জানা গেছে।

সকালে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে পূজো দিয়ে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন মোদি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর