thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

যশোরেশ্বরীতে পূজা দিয়ে ধন্য হলাম: মোদি

২০২১ মার্চ ২৭ ১৩:০৩:৪১
যশোরেশ্বরীতে পূজা দিয়ে ধন্য হলাম: মোদি

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিয়ে ধন্য হওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (২৭ মার্চ) মন্দিরে পূজা দেওয়ার পর টুইটারে তিনি এ অভিব্যক্তি প্রকাশ করেন।

এর আগে সকালে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পূজা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন লোকজনের সঙ্গে মতবিনিময় করেন।

আজ সকাল ১০টায় হেলিকপ্টারে করে সাতক্ষীরায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। সাতক্ষীরা সফর শেষে সেখান থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন তিনি৷ সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন করবেন তিনি। এই মন্দির পরিদর্শন শেষে মতুয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর