thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে

২০২১ এপ্রিল ০৪ ০৮:২০:৫১
ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ৫ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচির প্রথম ডোজের টিকা প্রয়োগ। স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘লকডাউনের ভেতরে আমাদের টিকাদান কর্মসূচি চলমান থাকবে। তবে আগামী ৫ এপ্রিল থেকে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে। দ্বিতীয় ডোজ আগামী ৮ এপ্রিল থেকে দেওয়া শুরু হবে। যারা টিকা নেবেন তারা কাছের টিকাদান কেন্দ্রে গিয়ে কার্ড দেখিয়ে টিকা নেবেন।‘

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৪ লাখ ৫২ হাজার ৬৩৪ জন।

তাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৮৬ হাজার ৩৫৩ জন আর নারী ২০ লাখ ৬৬ হাজার ২৮১ জন। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৯৩৭ জনের।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর