thereport24.com
ঢাকা, বুধবার, ১২ মে ২০২১, ২৮ বৈশাখ ১৪২৮,  ৩০ রমজান ১৪৪২

পুরো শহরকে হাসপাতাল বানালেও চিকিৎসার জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

২০২১ এপ্রিল ০৬ ১৯:১৬:০০
পুরো শহরকে হাসপাতাল বানালেও চিকিৎসার জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেভাবে করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়ছে, এভাবে চলতে থাকলে পুরো ঢাকা শহরকে হাসপাতাল বানানো হলেও মানুষের চিকিৎসা ব্যবস্থা করা সম্ভব হবে না।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর মহাখালীতে ‘ডিএনসিসি এক হাজার শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতাল’ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, করোনা টিকা নিয়েছেন যারা, তাদের অনেকেই স্বাস্থ্যবিধি মানেননি। যারা কক্সবাজার-বান্দরবান গেছেন এবং বিয়ে-শাদীসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারা বেশি সংক্রমিত হয়েছেন।

তিনি বলেন, গেল কয়েক মাস আগেও করোনায় সংক্রমণ ও মৃত্যুর হারও কমে গিয়েছিল। এখন মৃত্যু এবং সংক্রমণের হার ১০ থেকে ১২ গুণ বেড়েছে। এই সংক্রমণ থেকে বাঁচতে সরকার ঘোষিত লকডাউন সবাইকে মেনে চলতে হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর