thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

তিন বছর আগের রেকর্ড ভেঙে স্বর্ণ মাবিয়ার

২০২১ এপ্রিল ০৭ ১৬:৫৪:৩১
তিন বছর আগের রেকর্ড ভেঙে স্বর্ণ মাবিয়ার

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ভারোত্তলনে সোনা জয়ের পথে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন মাবিয়া আক্তার সীমান্ত।

বুধবার (৭ এপ্রিল) ময়মনসিংহের জিমনেসিয়ামে নারীদের ৬৪ কেজি ওজন বিভাগে বাংলাদেশ আনসারের এই অ্যাথলেট স্ন্যাচে রেকর্ড ৮০ কেজি তোলেন। ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড ১০১ কেজি উত্তোলন করেন তিনি। দুই বিভাগ মিলিয়ে রেকর্ড ১৮১ কেজি তুলে সোনা জিতেছেন তিনি।

২০১৮ সালে আন্তঃসার্ভিস ভারোত্তলনে রেকর্ড গড়েছিলেন মাদারীপুরের এই অ্যাথলেট।

মাবিয়া আক্তার বলেন, ‘তিন বছরে আগে আন্তঃসার্ভিস ভারোত্তলনে স্ন্যাচে রেকর্ড করেছিলাম ৭৯। ক্লিন অ্যান্ড জার্কে ছিল ১০০। এবার সেটা ভেঙে স্ন্যাচে ৮০ করেছি। অন্যদিকে ক্লিন অ্যান্ড জার্কে ১০১ তুলে মোট ১৮১ তুলেছি।’

২০১৬ ও ২০১৯ দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) সোনা জিতেছেন মাবিয়া। তাকে অনুসরণ করছেন অনেকেই।

‘যারা নতুন তাদেরকে বলবো, নিজের ইচ্ছা শক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা ভারোত্তলন করতে চান তাদের সবার প্রতি রইল শুভ কামনা।’ যোগ করেন মাবিয়া।

এদিকে স্ন্যাচে ৫৯, ক্লিন এন্ড জার্কে ৭৩, মোট ১৩২ কেজি তুলে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লিমা আক্তার। সিপাহীবাগ যুব সংঘের লাবনী আক্তার স্ন্যাচে ৫৬, ক্লিন এন্ড জার্কে ৬০ কেজি, মোট ১১৬ কেজি তুলে ব্রোঞ্জ জিতেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর