thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার গ্রেপ্তার

২০২১ এপ্রিল ১৪ ০৯:৩০:২৮
ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আকতার হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গেল ২৫ মার্চ মতিঝিলে ছাত্র, যুব ও শ্রম অধিকার পরিষদের মিছিল থেকে গ্রেপ্তার আবুল কালাম আজাদকে ঢাকা মেডিকেল কলেজ থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে আকতার হোসেনকে।

এর আগে আখতার হোসেনকে পুলিশ পরিচয়ে ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়ার অভিযোগ করে ছাত্র অধিকার পরিষদের নেতারা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর