thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

 গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এক পরিবারের ৪ জন নিহত

২০২১ এপ্রিল ১৪ ২১:২৬:৩৯
 গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এক পরিবারের ৪ জন নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় অটোভ্যানের যাত্রী থাকা মা-ছেলেসহ এক পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোচালকসহ আরও তিনজন।

নিহতরা হলেন উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান (৩০), স্ত্রী রাজিয়া সুলতানা (২৫), মা রেহেনা বেগম (৪৫) এবং শ্যালক মো. জাহিদ (২০)।

বুধবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। রাতে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আফজাল হোসেন।

স্থানীয়রা জানায়, রংপুর থেকে ছেড়ে মালবোঝাই কাভার্ডভ্যান কালিতলা মাজার এলাকায় অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যান দুমড়েমুচড়ে সাতজন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জাহিদ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনিছুর রহমান, বগুড়া হাসপাতালে নেওয়ার পথে রেহেনা বেগম এবং রাজিয়া সুলতানার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খায়রুল ইসলাম বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।

তিনি বলেন, আনিছুর রহমানের এক মাসের শিশুসন্তানের জ্বর হওয়ায় ডা. দেখিয়ে বাড়ি ফেরার পথে সপরিবারে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় আহত শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর