thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

কেন্দ্রীয় ব্যাংকে আইটি বিপর্যয়ে আন্তঃব্যাংক লেনদেন

২০২১ এপ্রিল ১৫ ১৫:৪৫:৪৫
কেন্দ্রীয় ব্যাংকে আইটি বিপর্যয়ে আন্তঃব্যাংক লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়ের কারণে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে টাকা লেনদেন বন্ধ রয়েছে। একই সঙ্গে ব্যাংকিং সেক্টরের আর্থিক খাতে আন্তঃব্যাংক চেক লেনদেনও বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, গেল ১৩ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের দুটি ডেটা সেন্টারের মধ্যে সংযোগকারী ফাইবার অপটিক্যাল কেবল বিচ্ছিন্ন হওয়ায় সার্ভার ডাউন হয়ে গেছে। সমস্যা সমাধানে কাজ করছে ‘মাইক্রোসফট ও ভিএমওয়্যার’ প্রযুক্তি টিম।

এদিকে লকডাউনে বাংলাদেশ ব্যাংক দিকনির্দেশনা দেয়। নতুন নিয়ম অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোয় ব্যাংক খোলা থাকবে বেলা আড়াইটা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর