thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সাবেক এমপি আমজাদ হোসেন আর নেই

২০২১ এপ্রিল ১৮ ১৩:৩৭:৪১
সাবেক এমপি আমজাদ হোসেন আর নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম ম আমজাদ হোসেন মিলন আর নেই।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক সংসদ সদস্য মিলনের বড় মেয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনে আরা লাভলী।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ফুসফুসজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন আমার বাবা আমজাদ হোসেন মিলন। শনিবার (গত ১০ এপ্রিল) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে লাইফসাপোর্টে থাকা অবস্থায় রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর