thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

ছটফট করে মারা গেলো ২৫ জন, এরপর পৌঁছালো অক্সিজেন

২০২১ এপ্রিল ২৪ ১৪:০৫:২৯
ছটফট করে মারা গেলো ২৫ জন, এরপর পৌঁছালো অক্সিজেন

দ্য রিপোর্ট ডেস্ক: অক্সিজেনের অভাবে হাসপাতালেই ছটফট করতে করতে মৃত্যু হলো অন্তত ২৫ জন করোনা রোগীর। দিল্লি ও মধ্যপ্রদেশের পৃথক দুটি হাসপাতালে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে ওই ২০ রোগীর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে মধ্যপ্রদেশের গ্যালাক্সি হাসপাতালে ৫ জন রোগীর মৃত্যু হয়।

জয়পুর গোল্ডেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, সরকার থেকে আমাদের ৩.৫ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ দেয়া হয়েছিল। শুক্রবার বিকেল ৫টার মধ্যে অক্সিজেন আসার কথা ছিল। কিন্তু তা পৌঁছায় মধ্যরাতে। ততক্ষণে ২০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, হাসপাতালে এই মুহূর্তে ২১৫ জন করোনা রোগীর অক্সিজেন প্রয়োজন। তবে শুধু গোল্ডেন হাসপাতালই নয়, শনিবার সকালে মুলচন্দ হাসপাতালও অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে আর্জি জানিয়েছিল।

এদিকে মধ্যপ্রদেশের জাবালপুরেও অক্সিজেনের অভাবে গ্যালাক্সি হাসপাতালে ৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ১০ সিলিন্ডার অক্সিজেন পৌঁছানোর কথা ছিল। কিন্তু অক্সিজেনবাহী গাড়ি রাস্তায় অকেজো হয়ে পড়ে। তাই অক্সিজেন পৌঁছাতে দেরি হয়। এর মধ্যেই ওই রোগীদের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর