thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

২য় দফায় নমুনা পরীক্ষায়ও করোনা পজিটিভ খালেদা জিয়া

২০২১ এপ্রিল ২৫ ০৯:৩৩:০৫
২য় দফায় নমুনা পরীক্ষায়ও করোনা পজিটিভ খালেদা জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক: খালেদা জিয়ার করোনা টেস্ট লো-টাইটারে পজিটিভ এলেও তিনি কোভিড-১৯ থেকে সম্পূর্ণরূপে ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিসক।

তিনি বলেন, আমরা আশা করছি যে উনি আগামী ৫/৬দিনের মধ্যে কোভিড সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে যাবেন।

বাসায় অন্য যারা আক্রান্ত ছিল সবার পরীক্ষা করা হয়েছে। ম্যাডামসহ চারজন পজিটিভ আছেন। বাকীরা নেগেটিভ। তবে শারীরিকভাবে সবাই ভালো আছেন।
শনিবার(২৪ এপ্রিল) দিনগত রাত ১২টা ৫০মিনিটে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের প্রধান প্রফেসর এফএম সিদ্দিকী গণমাধ্যমকে এসব কথা বলেন।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে তিনিসহ কয়েকজন চিকিৎসক গুলশানে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ডা. সিদ্দিকী বলেন, আজকে সবগুলো রিপোর্ট নতুন করে করা হয়েছে। ফিজিক্যালি ম্যাডাম খুব ভাল আছেন। করোনা আক্রান্ত হওয়ার আজকে ১৮তম দিন। সে হিসেবে কোভিড জনিত ঝুঁকিপূর্ণ সময় পার হয়ে গেছে। কোভিড সংশ্লিষ্ট যা কিছু হওয়ার কথা ছিল তা থেকে আশঙ্কামুক্ত। ওনার অবস্থা স্থিতিশীল আছে।

তিনি বলেন, যখন উনি(খালেদা জিয়া) বঙ্গবন্ধু মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে বাসায় এসেছেন তারপরে একবছর উনি কোয়ারেন্টিনের মতোই ছিলেন। এই সময় আমরা ওনার কোনো পরীক্ষা করতে পারিনি, কারণ ওনার কোভিড সংক্রমণের ভয় ছিল। কিন্তু যেহেতু উনি কোভিডে আক্রান্ত হয়ে ভালো হয়ে যাচ্ছেন, তাই কোভিড রিলেটেড যেসব টেস্ট করা হয়েছে তার বাইরে আরও কিছু টেস্ট করা দরকার। যেগুলো আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর