thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

দোকানে স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা, হুঁশিয়ারি আতিকুলের

২০২১ এপ্রিল ২৫ ১৫:২৩:৪৫
দোকানে স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা, হুঁশিয়ারি আতিকুলের

দ্য রিপোর্ট প্রতিবেদক: শপিংমল ও দোকানে স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রোববার (২৫ এপ্রিল) মহানগর আর্মি ক্যাম্পে হাতিরঝিল সংলগ্ন এলাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে করণীয় এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়ে দোকান খোলা রাখতেও সতর্ক করে দিয়েছেন তিনি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘খোলা থাকা দোকানে আমাদের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করবে। অভিযানে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দেখতে পান দোকান গুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করবেন ম্যাজিস্ট্রেটরা। যদি স্বাস্থ্যবিধি না মেনে দোকান চালু রাখা হয়, প্রয়োজনে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে।’

পাশাপাশি জেল জরিমানাও করা হবে বলে জানিয়েছেন তিনি।

মেয়র বলেন, আমরা উদাহরণ ও দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। আমাদের শর্তই হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলতে হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর