thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

খালেদা জিয়াকে ফের হাসপাতালে নেয়া হচ্ছে

২০২১ এপ্রিল ২৭ ১৬:২১:৪৪
খালেদা জিয়াকে ফের হাসপাতালে নেয়া হচ্ছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছিল তার গুলশানের বাসায়। কিন্তু কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে আবারো যেতে হবে হাসপাতালে।

মঙ্গলবার রাতে তাকে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তার হাসপাতালে যাতায়াতে নিরাপত্তার ব্যবস্থা করতে ইতোমধ্যে পুলিশকে বিএনপির পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। রাত ৮ থেকে ৯টার মধ্যে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হতে পারে বলে জানা গেছে।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি ছাড়াও বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফ আক্রান্ত হন। তাদের চিকিৎসাও বাড়িতেই চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজনের করোনা নেগেটিভ রিপোর্ট আসলেও খালেদা জিয়ার এখনো পজিটিভ রিপোর্ট এসেছে। যদিও চিকিৎসকদের দাবি, তার শরীরে করোনার কোনো উপসর্গ এখন নেই। তিনি স্থিতিশীল আছেন।

এর আগে গত শনিবার খালেদা জিয়ার দ্বিতীয় দফা করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়ে তার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী গণমাধ্যমে বলেন, তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। আমরা মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বসে আগামী কয়েকদিনের মধ্যে সেগুলো করিয়ে নেব।

জানা গেছে, গত ১৫ এপ্রিল রাতে এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়েছিল। আজও হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হবে। দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর অনেক দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। করোনার প্রকোপ দেশে দেখা দেয়ার শুরুর দিকে গতবছর ২৫ মার্চ তিনি হাসপাতাল থেকে মুক্তি পান।

সরকারের নির্বাহী আদেশে মুক্তির পর থেকে গুলশানের বাসায় অবস্থান করছিলেন খালেদা জিয়া। সম্প্রতি করোনা শনাক্ত হওয়ার পর গত ১৫ এপ্রিল প্রথমবারের মতো বাসা থেকে বের হয়েছিলেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর