thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

পুলিশ হেফাজতে মামুনুলের 'কথিত' স্ত্রী ঝর্ণা

২০২১ এপ্রিল ২৭ ১৯:৩০:৫০
পুলিশ হেফাজতে মামুনুলের 'কথিত' স্ত্রী ঝর্ণা

দ্য রিপোর্ট প্রতিবেদক: হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্টের সঙ্গীনি জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করেছে পুলিশ। গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টের ঘটনাপ্রবাহের পর থেকে তার খোঁজ পাচ্ছিল না পরিবার।

রিসোর্টকাণ্ডের পর ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী দাবি করেছিলেন মামুনুল। তবে তার দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠে পড়ে।

তাকে উদ্ধারে বাবা ওলিয়র রহমান ও বড় ছেলে আবদুর রহমান জামি ঢাকার দুটি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

এদের মধ্যে বাবা ডায়েরি করেন সোমবার। আর পরদিনই ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের একটি দল ঝর্ণাকে মোহাম্মদপুরে মামুনুল হকের বোন দিলরুবার বাসা থেকে নিয়ে আসে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন একজন কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল গোয়েন্দা বিভাগের উপকমিশনার আসাদুজ্জামান রিপন বলেন, ‘গতকাল তার বাবা কলাবাগান থানায় একটি জিডি করছে। আমরা তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করেছি।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর