thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

চন্দ্রাভিযানের নায়ক মাইকেল কলিন্স আর নেই

২০২১ এপ্রিল ২৯ ১৬:২৪:২৬
চন্দ্রাভিযানের নায়ক মাইকেল কলিন্স আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক: ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে অবশেষে চলে গেলেন চন্দ্রাভিযানের নায়ক মাইকেল কলিন্স। বুধবার যুক্তরাষ্ট্রে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন মার্কিন এ নভোচারী। তার বয়স হয়েছিল ৯০ বছর। কলিন্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন স্বজনরা।

টুইট বার্তায় মাইকেল কলিন্সের স্বজনরা জানান, কর্ম, বুদ্ধিমত্তা ও অসীম সাহসের মধ্য দিয়ে কলিন্সকে স্মরণ করার জন্য অনুরোধ করেছেন তারা। তবে কখন, কোথায় তাকে সমাহিত করা হবে, তা এখনো জানানো হয়নি।

১৯৬৯ সালের ২০ জুলাই মার্কিন মহাকাশ সংস্থা নাসার অ্যাপোলো-১১ চন্দ্রযানে করে চাঁদের বুকে অবতরণ করেন মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন। ওই অভিযানে কমান্ড মডিউল চালক হিসেবে অংশ নেন মাইকেল কলিন্স। এর মধ্যে ২০১২ সালে আর্মস্ট্রং মারা যান। এখনো বেঁচে আছেন বাজ অলড্রিন।

মার্কিন এ নভোচারীর জন্ম ১৯৩০ সালে ইতালির রোমে। তার বাবা ছিলেন সামরিক অফিসার। রোমে যুক্তরাষ্ট্রের দূতাবাসে মিলিটারি অ্যাটাশে হিসেবে চাকরি করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাইলট থেকে মেজর জেনারেল হয়েছিলেন। চন্দ্রজয়ের পর ভিয়েতনাম যুদ্ধ চলাকালে ১৯৭০ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের আমলে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর