thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

সিংহাসনে বসার ৩৭ দিন পর সেই জুলু রানির মৃত্যু

২০২১ এপ্রিল ৩০ ১৬:৩৭:৩০
সিংহাসনে বসার ৩৭ দিন পর সেই জুলু রানির মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় নৃতাত্ত্বিক জুলু গোষ্ঠীর অন্তবর্তীকালীন শাসক রানি শিয়িওয়ে মন্টফোমবি দামিনি জুলু মারা গেছেন। জুলু রাজপরিবার এক ঘোষণায় তার মৃত্যুর খবর জানিয়েছে।

স্বামী ‍গুডউইল জোয়েলিথিনির মৃত্যুর পর গত মাসেই মন্টফোমবি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় নৃতাত্ত্বিক এই গোষ্ঠীর অন্তবর্তীকালীন শাসক হয়েছিলেন। ফলে সিংহাসনে বসার ৩৭ দিন পর মারা গেলেন ৬৫ বছর বয়সী এই রানি।

স্বামীর মৃত্যুর পর চলতি বছরের ২৪ মার্চ জুলুদের নেতা হিসেবে মন্টফোমবির নাম ঘোষণা করা হয়েছিল।
জুলু রানির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানান, মন্টফোমবির মৃত্যু রাজপরিবারকে স্তব্ধ করে দিয়েছে। তারা পুরোপুরি শোকাচ্ছন্ন। ১ কোটি ১০ লাখ জনগোষ্ঠীর জুলু জাতির পরবর্তী শাসকের নাম এখনও ঘোষণা করা হয়নি।

সপ্তাহখানেক আগে অসুস্থ রানি মন্টফোমবিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তার অসুস্থতার ধরন ও রোগের নাম প্রকাশ করা হয়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর