thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন ঘোষণা

২০২১ মে ০১ ০৮:৫২:৩২
পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক: করোনার সংক্রমণ ঠেকাতে আংশিক লকডাউনের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ। একদিনে পশ্চিমবঙ্গে ১৭ হাজারের বেশি শনাক্ত ও রেকর্ড ৮৯ জনরে মৃত্যুর পর এ সন্ধ্যায় এ ঘোষণা দেয় রাজ্য সরকার।

শুক্রবার সন্ধ্যা থেকেই পশ্চিমবঙ্গে অনির্দিষ্টকালের জন্য সব সিনেমা হল, শপিং মল, বিউটি পার্লার, রেস্তোরাঁ, বার, ক্রীড়াঙ্গন, জিম, সুইমিং পুল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে খোলা থাকবে ওষুধ ও মুদির দোকান। অনুমতি রয়েছে হোম ডেলিভারির। আর বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত।

এছাড়াও সব ধরনের সামাজিক, সংস্কৃতিক, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ভোট গণনা ও ফল ঘোষণার পর সমস্ত মিছিল বিজয়োৎসবের ক্ষেত্রেও নির্বাচন কমিশনের নির্দেশ পালন করার কথা বলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর