thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

বাংলাদেশ সহ ৪ দেশ থেকে সিঙ্গাপুরে প্রবেশে নিষেধাজ্ঞা

২০২১ মে ০১ ০৯:০২:০২
বাংলাদেশ সহ ৪ দেশ থেকে সিঙ্গাপুরে প্রবেশে নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাগরিকসহ যারাই এই দেশগুলোতে দুই সপ্তাহের মধ্যে অবস্থান করেছেন তাদেরকে আর সিঙ্গাপুরে প্রবেশ বা দেশটির ভেতর দিয়ে যাতায়াতের অনুমতি দেয়া হবে না।

সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী লরেন্স ওয়াং শুক্রবার (৩০ এপ্রিল) এমন ঘোষণা দিয়েছেন বলে স্ট্রেইট টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ১১.৫৯ টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ অত্যন্ত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিখ্যাত সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৬১,১৪৫ জন মানুষ করোনায় আক্রান্ত হলেও ৬০,৭১৮ জনই সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন মাত্র ৩০ জন নাগরিক।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ মে, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর