thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

রাজধানীতে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ 

২০২১ মে ০২ ১৩:৪৫:২৪
রাজধানীতে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ 

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর সায়েদাবাদে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছে পরিবহন শ্রমিকরা।

আজ রোববার (২ মে) সকাল ১০টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে জড়ো হতে থাকে পরিবহন শ্রমিকরা।

ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন কর‌ছে সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল শ্রমিক কমিটি।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত দেশব্যাপী ২৪৯টি পরিবহন শ্রমিক ইউনিয়ন এ আন্দোলন কর্মসূচি পালন করছে আজ। এছাড়া ৪ মে সারা দেশে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।

শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে

১. স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা।

২. সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা।

৩. সারাদেশে পাসপোট ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা।

রাজধানীতে এই বিক্ষোভে তিন শতাধিক পরিবহন শ্রমিক অংশ নেন। তাদের অনেকেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। কারও কারও মুখে ছিল না মাস্ক। গাদাগাদি করে মিছিল করেছেন।

এর আগেও বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা গেছে গণপরিবহনে স্বাস্থ্যবিধি সেভাবে মানা বা মেনে চলা সম্ভব হয় না।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর