thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

জিৎ করোনা মুক্ত, বাবা-মায়ের পজিটিভ

২০২১ মে ০৪ ০৯:৫৮:৩৮
জিৎ করোনা মুক্ত, বাবা-মায়ের পজিটিভ

দ্য রিপোর্ট ডেস্ক: কদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন টলিপাড়ার সুপারস্টার জিৎ। এবার তার বাব-মায়ের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার নিজের টুইটার একাউন্টে এ খবর জানিয়েছেন অভিনেতা নিজেই।

এর আগে ২০ এপ্রিল কোভিড আক্রান্ত হন জিৎ। এসময় হোম কোয়ারেন্টাইনে ছিলেন অভিনেতা। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন বলেও জানিয়েছিলেন তিনি। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের পরীক্ষা করার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

সোমবার দুপুরে টুইটারে তিনি লিখেছেন, ‘ভালো খবর, আমার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। কিন্তু তার সঙ্গেই একটি খারাপ খবর রয়েছে। আমার বাবা ও মা, দুজনেই কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের জন্য প্রার্থনা করবেন’। একইসঙ্গে তাঁর অনুরাগীদের সুস্থ এবং সতর্ক থাকার পরামর্শ দিলেন জিৎ।

গত মার্চ মাসে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে করোনার টিকাও নিয়েছিলেন জিৎ। টিকা নেওয়ার পরে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর