thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

‘ঈদ মেগা সেল’ এ বিশেষ ছাড়ে ওয়ালটনের স্মার্ট, এলইডি টিভি

২০২১ মে ০৫ ১৮:৫০:৪৪
‘ঈদ মেগা সেল’ এ বিশেষ ছাড়ে ওয়ালটনের স্মার্ট, এলইডি টিভি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্রেতাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে সারা দেশে চলছে ওয়ালটনের ‘ঈদ মেগা সেল’ অফার। এর আওতায় ক্রেতারা ঘরে বসেই বিশেষ মূল্য ছাড়ে দেশ সেরা ব্র্যান্ড ওয়ালটনের নতুন স্মার্ট ও বেসিক এলইডি টিভি কেনার সুযোগ পাচ্ছেন। আছে জিরো ইন্টারেস্টে সহজ কিস্তি সুবিধা।

ঈদ মেগা সেলস অফারে ওয়ালটনের WD43RS মডেলের ১.০৯ মিটার বা ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি, ৮১৩ মিলিমিটার বা ৩২ ইঞ্চির WD32RS21 মডেলের স্মার্ট ও W32F110 মডেলের বেসিক এলইডি টিভি কিনলেই ক্রেতারা পাচ্ছেন নিশ্চিত ছাড়। ৩৯,৪০০ টাকা মূল্যের ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি মাত্র ৩২,৯০০ টাকায়; ২৫,৯০০ টাকা মূল্যের ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি মাত্র ২২,৯০০ টাকায় এবং ২০,৫০০ টাকা মূল্যের ৩২ ইঞ্চি বেসিক এলইডি টিভি মাত্র ১৭,৯০০ টাকায় কেনা যাচ্ছে। এই সুযোগ থাকছে ১৭ মে পর্যন্ত।

এদিকে ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশন করলেই ঘণ্টায় ঘণ্টায় এসি ফ্রি কিম্বা নিশ্চিত আকর্ষণীয় অঙ্কের নগদ ছাড় পাচ্ছেন ক্রেতারা।

করোনাকালে ফোন করলেই ফ্রি হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে ওয়ালটন টিভি পৌঁছে দেয়া হচ্ছে ক্রেতাদের ঘরে। এক্ষেত্রে ক্যাশ-অন-ডেলিভারি অথবা জিরো ইন্টারেস্টে ৬ মাস পর্যন্ত কিস্তি কিম্বা ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধায় ওয়ালটন টিভি কেনা যাচ্ছে। আছে মাত্র ৯৯৯ টাকা ডাউনপেমেন্টে সর্বোচ্চ ৪৮ মাসের সহজ কিস্তিতে ওয়ালটন টিভি কেনার সুযোগ। সেইসঙ্গে ৪৩ ইঞ্চি বা তদুর্ধ্ব সাইজের স্মার্ট ও এলইডি টিভিতে বিনামূল্যে ইন্সটলেশন সুবিধা দেয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর