thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ম্যানইউর হার, প্রিমিয়ার লিগের শিরোপা ম্যানচেস্টার সিটির

২০২১ মে ১২ ১০:৪৬:০৬
ম্যানইউর হার, প্রিমিয়ার লিগের শিরোপা ম্যানচেস্টার সিটির

দ্য রিপোর্ট ডেস্ক: তিন ম্যাচ বাকি থাকতেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। গতকাল মঙ্গলবার (১১ মে) নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের হারে নিশ্চিত হয় তাদের শীর্ষস্থান।

এদিন লেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই নিয়ে গত ৪ মৌসুমে তিনবার আর এক দশকে পঞ্চমবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি।

আগামী ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসিকে হারাতে পারলেই ট্রেবল পূর্ণ হবে দারুণ ছন্দে থাকা দলটির। এদিন লেস্টারের মাঠে নামার আগে ১০ পরিবর্তন নিয়ে মাঠে নামে ইউনাইটেড।

ম্যাচের ১০ মিনিটে লুক থমাসের গোলে পিছিয়ে পড়ে রেড ডেভিলরা। এর ৫ মিনিট পর অবশ্য গ্রীণ উডের গোলে সমতায় ফেরে তারা। ৬৬ মিনিটে সুইয়োনজোর গোলে জয় নিশ্চিত হয় লেস্টারের। আর শিরোপা নিশ্চিত হয় পেপ গার্দিওলার দলের।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর