thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ঈদ নিয়ে ভারতীয় ক্রিকেটারদের টুইট

২০২১ মে ১৪ ২১:৩৬:৫২
ঈদ নিয়ে ভারতীয় ক্রিকেটারদের টুইট

দ্য রিপোর্ট ডেস্ক: ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইটবার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না, ঋষভ পন্তরাও। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিও শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।

টুইটবার্তায় বিরাট কোহলি বলেন, ‘এমন অভাবনীয় সময়ে ঈদের উদ্দীপনাই সকলের মধ্যে ভালোবাসা, শান্তি ও আনন্দের সঞ্চার করুক। ঈদ মুবারক। নিরাপদে থাকবেন।’

বিশ্বের অন্যতম সেরা ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা টুইটবার্তায় বলেন, ‘সারা বিশ্বে যারা উত্সব পালন করছেন, প্রত্যেককে ঈদের শুভেচ্ছা। ঈশ্বর সকলকে শান্তি, উচ্ছ্বাস ও খুশিতে ভরিয়ে তুলুন।’

বিশ্বের অন্যতম সেরা ভারতীয় ব্যাটসম্যান ধাওয়ান লেখেন, 'যারা উত্সব পালন করছেন, সকলকে ঈদের শুভেচ্ছা। অনেক ভালোবাসা, আসার কিরণ ও খুশিতে ভরে উঠুক জীবন। দয়া করে সকলে নিরাপদে থাকবেন।'

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত লেখেন, ‘যারা আজ ঈদ পালন করছেন, সকলকে শুভেচ্ছা। দয়া করে বাড়ির ভিতরে থাকুন এবং পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করুন। সকলকে ঈদ মুবারক।’

এছাড়া অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুলদীপ যাদব, হরভজন সিংসহ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর