thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩, আহত ৬

২০২১ মে ১৫ ১১:৪০:৪৩
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩, আহত ৬

দ্য রিপোর্ট প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের সাথে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ও ৬ জন আহত হয়েছেন।

নিহতরা হচ্ছেন, ভুটভুটি যাত্রী মোঃ লিটন (৩৫), মোঃ রেজাউল করিম (৩৮) ও আব্দুল মালেক (৪০)। এদের বাড়ি পার্শ্ববর্তী গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর গ্রামে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নাচোল উপজেলার ধানসুরা-নওগাঁ সড়কের ধানসুরা বাজার নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তসিকুল, আলাউদ্দিন, তাহারুল, শফিকুল, বুলবুল ও সাইদুর নামে ৬ জন আহত হয়েছেন। এদের সকলের বাড়ি গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামে। চিকিৎসার জন্য আহতদের চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাচোল থানার ওসি সেলিম রেজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে স্থানীয়রা জানান, আহত ও নিহতরা ধানকাটা শ্রমিক এবং তারা ভুটভুটিযোগে নওগাঁ যাচ্ছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ মে, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর