thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

পছন্দের তিন নম্বর ব্যাটিং পজিশন ফিরিয়ে দেওয়া হচ্ছে সাকিবকে

২০২১ মে ১৫ ১৩:৫৭:৪০
পছন্দের তিন নম্বর ব্যাটিং পজিশন ফিরিয়ে দেওয়া হচ্ছে সাকিবকে

দ্য রিপোর্ট ডেস্ক: দীর্ঘ এক বছর নিষেধাজ্ঞার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসান মাঠে নামলেও ইনজুরিতে পড়ে ছিটকে পড়েন। এরপর নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ছুটিতে ছিলেন টাইগার অলরাউন্ডার। তবে এবার পছন্দের তিন নম্বর ব্যাটিং পজিশন নিয়ে আসন্ন লঙ্কা সিরিজে জাতীয় দলে ফিরছেন তিনি।

সম্প্রতি ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেয়া সাক্ষাতকারে এমন তথ্যই দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে (আসন্ন সিরিজে) তিন নম্বরে ব্যাটিং করবে। সেটা তার জন্যও সেরা জায়গা এমনটি সে নিজেও তিন নম্বরে ব্যাট করতে চায়। আমরা মনে করি তাকে সুযোগটা দেওয়া উচিত।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তিন নম্বর পজিশনে ব্যাট করতে রীতিমতো লড়াই করেছেন সাকিব। এজন্য রাজি করাতে হয় তৎকালীন হেড কোচ, অধিনায়ক ও টিম ম্য্যানেজমেন্টকে। সেসময় বাজিমাত করেন তিনি। ২ সেঞ্চুরি, ৫ ফিফটির সাহায্যে ঈর্ষণীয় ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেন ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর