thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সব বিশ্ববিদ্যালয় ২৯ মে পর্যন্ত বন্ধ

২০২১ মে ১৬ ১৯:৫১:২৪
সব বিশ্ববিদ্যালয় ২৯ মে পর্যন্ত বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের সব বিশ্ববিদ্যালয় আগামী ২৯ মে পর্যন্ত বন্ধ থাকবে।

আজ রোববার (১৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ছুটির সময় অনলাইন ক্লাস অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গতকাল শনিবার (১৫ মে) রাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৯ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

রবিবার (১৬ মে) মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি কারণে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ মে, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর