thereport24.com
ঢাকা, বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১,  ৪ জমাদিউল আউয়াল 1446

কয়েক ঘণ্টায় বজ্রপাতে নিহত ১৯

২০২১ মে ১৯ ০৭:৪৫:৫৬
কয়েক ঘণ্টায় বজ্রপাতে নিহত ১৯

দ্য রিপোর্ট ডেস্ক: বজ্রপাতে দেশের ছয় জেলায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিকালের মধ্যে এসব বজ্রপাত ঘটে। নিহতদের মধ্যে বেশির ভাগই কৃষক। মাঠে ফসল তোলার কাজ করার সময় তারা বজ্রপাতে মারা যান।

সবচেয়ে বেশি মারা গেছেন নেত্রকোনায়। এক ঘণ্টার মধ্যে জেলার চার উপজেলায় মারা গেছেন নয়জন। এ ছাড়া ফরিদপুরে চারজন, কিশোরগঞ্জে দুজন, মানিকগঞ্জে দুজন, সুনামগঞ্জ ও ময়মনসিংহ একজন করে মারা গেছেন বজ্রপাতে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নেত্রকোনায় এক ঘণ্টায় প্রাণ গেল নয়জনের

ঘণ্টাখানেকের ব্যবধানে নেত্রকোণার চারটি উপজেলায় বজ্রপাতে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার বিকালে জেলার কেন্দুয়া, খালিয়াজুরী, মদন ও পূর্বধলা উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে কেন্দুয়ায় দুজন, খালিয়াজুড়ির চারজন, মদন উপজেলার দুজন এবং পূর্বধলায় একজন।

নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউপির বৈরাটি গ্রামের আসন খানের ছেলে বায়েজিদ (৪২), কান্দিউড়া ইউপির কুণ্ডলী গ্রামের তরব আলীর ছেলে ফজলু মিয়া (৫৫), খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের ছেলু ফকিরের ছেলে ওয়াছেক মিয়া (৩৫), আমীর সরকারের ছেলে বিপুল মিয়া (৩২), বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন(২৮), মদন উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আতাবুর (২১) আব্দুল কাদিরের ছেলে শরিফ (১৮) এবং পূর্বধলার ধলামূলগাঁও গ্রামের স্কুলছাত্র জুনায়েদ।
ফরিদপুরে দেড় ঘণ্টায় নারীসহ ৪ মৃত্যু

জেলায় বজ্রপাতে নারীসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টা ও সাড়ে ৫টার দিকে ফরিদপুর পৌরসভার পশ্চিম গঙ্গাবর্দী, পাঁচ নম্বর ওয়ার্ডের মোল্লা ডাঙ্গী মহল্লায়, সদর উপজেলার নর্থ চ্যানেল ও মধুখালী উপজেলার চাঁদপুরে এ ঘটনা ঘটে।

ধান নিয়ে বাড়িতে ফেরার সময় বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোল্লাডাঙ্গী মহল্লায় বজ্রপাতে নিহত হন আনোয়ারা বেগম (৪৫) নামে এক নারী। আনোয়ারা বেগম মোল্লা ডাঙ্গী গ্রামের বাসিন্দা কৃষক কাবুল শেখের স্ত্রী।

বিকেল ৪টার দিকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে ফরিদপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী মহল্লায় বজ্রপাতে কৃষক কবির মোল্লা (৪৮) মারা যান। এ ছাড়া বিকেলে বজ্রপাতে সদর উপজেলার নথ চ্যানেল ইউনিয়নে মারা যান দুলাল খান (৫৮) নামের এক কৃষক।

বিকাল সাড়ে পাঁচটায় মধুখালী উপজেলায় বৃষ্টির মধ্যে পাটক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কবির শেখ (৪১) নামের এক কৃষক নিহত হন। তিনি উপজেলার কামালদিয়া ইউনিয়নের চানপুর গ্রামের নবিন শেখের ছেলে।
কিশোরগঞ্জে নিহত ২

বজ্রপাতে কিশোরগঞ্জের নিকলী ও বাজিতপুর উপজেলায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নিকলীর গুরুই ইউনিয়নের বিয়াতিরচর গ্রামের আরিফুল ইসলাম (১৭) ও বাজিতপুরের শিশু সর্দার (৬০)।

স্থানীয়রা জানান, বিকালে বিয়াতিরচর হাওর থেকে গরু আনতে যান আরিফুল। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে আরিফুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। বিকালে বাজিতপুরের দিঘীরপাড়ে বজ্রপাতে শিশু সর্দার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

মানিকগঞ্জে দিনমজুর ও স্কুলছাত্র নিহত

মানিকগঞ্জ সদর উপজেলার পৌলী ও গিলন্ড গ্রামে বজ্রপাতে এক দিনমজুর ও স্কুলছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন জেলার ঘিওর উপজেলার দিনমজুর আজমত আলী (৫০) ও সদর উপজেলা গিলন্ড গ্রামের স্কুল ছাত্র আসিফ মোল্লা (১৪)।
সুনামগঞ্জে যুবক নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে আবু তাহের নামে এক যুবক নিহত হয়েছেন। বিকালে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।

তাহের দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের তাজ উদ্দিনের ছেলে।
ময়মনসিংহে ফুটবল খেলার সময় যুবক নিহত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে আতিকুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। দুপুর ২টায় উপজেলার রামপুর ইউনিয়নের খলিশাজান গ্রামে খোলা মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল উপজেলার রামপুর ইউনিয়নের খলিশাজান গ্রামের আজমত আলীর ছেলে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ মে, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর