thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল 25, ১১ বৈশাখ ১৪৩২,  ২৬ শাওয়াল 1446

চাইলেই সব ধরনের প্লাস্টিক বন্ধ করা সম্ভব নয় : সৈয়দা রিজওয়ানা

২০২৫ এপ্রিল ২৫ ০০:২১:৩৯
চাইলেই সব ধরনের প্লাস্টিক বন্ধ করা সম্ভব নয় : সৈয়দা রিজওয়ানা

দ্য রিপোর্ট প্রতিবেদক:পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চাইলেই সব ধরনের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। তাই সরকার প্লাস্টিকের তৈরি পণ্য ব্যবহারে নিরুৎসাহিত করছে, বিশেষ করে ওয়ান টাইম ইউজ প্লাস্টিক পণ্য।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে কক্সবাজারের হোটেল মালিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা প্রশ্ন রেখে বলেন, ব্যবসা করে টাকা জমিয়ে কী হবে? যদি সেই টাকার বিনিময়ে আপনার আমার বাচ্চারা নির্মল বাতাসে শ্বাস নিতে না পারে কিংবা বিশুদ্ধ পানি পান করতে না পারে?

এ সময় তিনি কক্সবাজারের হোটেল মোটেলে আগত পর্যটকের মাঝে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার কমানোর অনুরোধ জানান।

উপদেষ্টা বলেন, সরকার ২০০২ সালে প্লাস্টিক পণ্য উৎপাদন নিষিদ্ধ করেছে। ২০২৫ সালে এসে কেউ প্লাস্টিকের পণ্য উৎপাদন করবে, আর এসব কার্যক্রম বন্ধ করতে চাইলে সরকারকে প্রশ্ন করবেন এর সঙ্গে জড়িত শ্রমিকদের কী হবে—তা তো মানা যায় না।

তিনি বলেন, সবখানেই এখন প্লাস্টিক দূষণ ছড়িয়ে গেছে এমনকি মায়ের দুধেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। প্লাস্টিকের বিকল্প পণ্য যখন আছে সেগুলোকে ব্যবহার করে পরবর্তী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য সুন্দর পৃথিবী আমরা রেখে যাওয়া প্রচেষ্টা করতে পারি।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে সভায় কক্সবাজারের হোটেল মালিকেরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে কক্সবাজার শহর সংলগ্ন বাঁকখালী নদীর দখল হওয়া জমি পরিদর্শনে যান নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর