thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ফেনীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

২০২১ মে ১৯ ১৬:৪৬:০৮
ফেনীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

দ্য রিপোর্ট প্রতিবেদক: ফেনীর ছাগলনাইয়ায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

আজ বুধবার (১৯ মে) উপজেলার শুভপুর ইউনিয়নের বারিয়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ছাগলনাইয়া থেকে চট্টগ্রামের করেরহাটের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত চারজনের মধ্যে থেকে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চট্টগ্রামের জোরারগঞ্জ থানার আরিফুর রহমান ও হাজেরা বেগম ও লক্ষ্মীপুর জেলার আমতলী এলাকার নুরুল ইসলাম (৫৬)। নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি।

ছাগলনাইয়া মডেল থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহগুলো ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ মে, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর