thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে নিহত ৬

২০২১ মে ২০ ১৯:২৭:২১
জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে নিহত ৬

দ্য রিপোর্ট প্রতিবেদক: জামালপুরের ইসলামপুরে পৃথক জায়গায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরো ৫ জন। আজ বৃহস্পতিবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার মধ্যে প্রার্থশী ইউনিয়নের জারুল তলাব্রিজে একসঙ্গে ৩ জন, বাটিকামারীতে ১ জন ও সাপধরীতে আরও একজন সহ মোট ৬ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন এনামুল হক, কালা শেখ, মো. শাহজাহান, মো. বিল্লাল, মো. মহিজল ও জাবেদ আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজাহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, বজ্রপাতে ছয়জন মারা গেছেন। তাক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে বজ্রপাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান জানান, বৃষ্টির সময় পাথর্শী ইউনিয়নের হলহলিয়া ব্রিজের নিচে ছয়জন আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে তিন ধানকাটা শ্রমিক এনামুল, কালা শেখ ও শাহজাহানের মৃত্যু হয়। তাদের বাড়ি পশ্চিম গামারিয়া জারুলতলায়। একই সঙ্গে মো. তিশু, মো. হামিদ ও রাজা মিয়া আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাপধরী ইউনিয়নে বৃষ্টির মধ্যে বাদাম তোলার সময় মো. বিল্লাল বজ্রপাতে মারা যান। এ সময় তার সঙ্গে থাকা ইনসাফ আলী আহত হন।

পলবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামে বৃষ্টি শুরু হলে মাঠে শুকাতে দেয়া খড় আনতে যান মো. মহিজল ও তার স্ত্রী দেলোয়ারা বেগম। বজ্রপাতে প্রাণ হারান মহিজল। আহত দেলোয়ারা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

একই ইউনিয়নের বাতিকামারী গ্রামের জাবেদ আলী বাড়ির উঠানে শুকাতে দেয়া খড় তোলার সময় বজ্রপাতে মারা যান।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ মে, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর