thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

দ্বিতীয় দিনেও আ.লীগের মনোনয়ন বিতরণ চলছে

২০১৩ নভেম্বর ১১ ১৩:১৭:২৩
দ্বিতীয় দিনেও আ.লীগের মনোনয়ন বিতরণ চলছে

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের কাজ চলছে। রংপুর-৬ আসনে দলীয় সভাপতির দ্বিতীয় মনোনয়নপত্রটি ক্রয়ের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কাজ।

বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এএইচএন আশিকুর রহমান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭টি বিভাগে মোট মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৪২টি। এর মধ্যে ঢাকা বিভাগে ৩টি, চট্টগ্রাম বিভাগে ৯টি, খুলনা বিভাগে ২০টি, রাজশাহী বিভাগে ১টি, রংপুর বিভাগে ৩টি, সিলেট বিভাগে ৫টি।

প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতাল উপেক্ষা করে দ্বিতীয় দিনেও মনোনয়নপ্রত্যাশীরা দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন মিছিল নিয়ে।

প্রধানমন্ত্রীর রংপুর-৬ আসনের মনোনয়নপত্র সংগ্রহ প্রসঙ্গে রংপুরের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী দিরিপোরট২৪কে বলেন, ‘শেখ হাসিনাকে এমপি হিসেবে পাওয়া আমাদের রংপুরবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আমরা তাঁর বিজয়ের জন্য সবাই একসঙ্গে কাজ করবো।

২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে রবিবার সকালে মনোনয়নপত্র ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। প্রথম দিনেই দলের ৬৭৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ২১৫, রংপুরে ৮০, রাজশাহীতে ৭৫, খুলনায় ৯৫, চট্টগ্রামে ১০৩, বরিশালে ৫৮, সিলেট বিভাগে ৫২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলে। এই ৬৭৮ জনের মনোনয়নপত্র বিক্রিতে ১ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা জমা হয়েছে জানিয়েছেন দলের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস। মনোনয়নপত্র কার্যক্রমের তদারকি করছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

(দিরিপোর্ট২৪/এ/এএস/এমসি/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর