thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পদ্মা উত্তাল : আজও শিমুলিয়ায় নৌ চলাচল বন্ধ

২০২১ মে ২৭ ১৮:০৮:১০
পদ্মা উত্তাল : আজও শিমুলিয়ায় নৌ চলাচল বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা নদী উত্তাল থাকায় আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া প্রতিকূল হওয়ায় দুর্ঘটনা এড়াতে নদীতে দুই নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

ফেরি ও নৌযান বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে ছোট-বড় মিলিয়ে সহস্রাধিক যানবাহন ও কয়েক হাজার যাত্রী। দীর্ঘ অপেক্ষা ও গুড়িগুড়ি বৃষ্টিতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে দুই নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে আসার আগে ফেরি চলাচল করবে না। বহরে থাকা ১৮টি ফেরির মধ্যে শিমুলিয়া ঘাটে দুটি ও বাংলাবাজার ঘাটে বাকি ১২টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ মে, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর