thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ফেনীতে ট্রাফিক পুলিশ ইন্সপেক্টরের লাশ উদ্ধার

২০২১ মে ৩১ ১৯:৩৪:৩৮
ফেনীতে ট্রাফিক পুলিশ ইন্সপেক্টরের লাশ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ফেনী শহরের হাজারী রোডের নিজ বাসা থেকে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শফিকুল আজমের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়িপুরে (চৌধুরী পাড়া) আশিক মঞ্জিলের ভাড়া বাসা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

তিনি ছাগলনাইয়ায় কর্মরত ছিলেন। তার পরিবারের অপর সদস্যরা রাজধানী ঢাকায় থাকেন। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এ বাসায় একাই থাকতেন। ঘটনাটার সত্যতা নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায়।

তিনি জানান, খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুমিল্লা থেকে সিআইডি টিম আসছে । তারা ঘটনাস্থল পরিদর্শনের পর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১মে, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর