thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ 25, ৪ চৈত্র ১৪৩১,  ১৮ রমজান 1446

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

২০২১ জুন ০১ ১০:১৬:৩৯
গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

দ্য রিপোর্ট প্রতিবেদক: গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার হাজী মাজার বস্তি এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-১) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি মাদক বিক্রেতা। তবে প্রাথমকিভাবে নিহত ওই মাদক ব্যবসায়ীর বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।

সোমবার দিবাগত রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক আ ন ম ইমরান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টঙ্গী পশ্চিম থানার হাজী মাজার বস্তি এলাকায় অভিযানে যায় র‌্যাব। এর পর ঘটনাস্থলে গেলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি করলে অজ্ঞাতনামা একজন অস্ত্রধারী মাদক বিক্রেতা নিহত হন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০১ জুন, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর