thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

খুলনায় ৪ জুন থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ

২০২১ জুন ০২ ১৭:৫৩:২৪
খুলনায় ৪ জুন থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা সংক্রমণরোধে খুলনায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ৪ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ বুধবার (২ মে) জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক কার্যালয়ে সভার আয়োজন করা হয়।

সভায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, করোনা সংক্রমণ রোধে জেলায় লকডাউনের প্রয়োজন নেই, বিধিনিষেধ থাকবে। তবে খুলনা মহানগরীর সদর থানা, সোনাডাঙ্গা ও খালীশপুর থানা এলাকায় সব ধরনের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবা বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০২ জুন, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর