thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

করোনায় রাজশাহী মেডিকেলে আরও নয়জনের মৃত্যু

২০২১ জুন ০৩ ১১:০৮:৪৫
করোনায় রাজশাহী মেডিকেলে আরও নয়জনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও নয়জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে এই নয়জন মারা যান।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, মারা যাওয়া নয়জনই করোনা পজিটিভ ছিলেন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর দুইজন এবং নওগাঁ ও পাবনার একজন করে রোগী ছিলেন। বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।

ডা. সাইফুল আরও জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালে ২২৪ জন রোগী ভর্তি ছিলেন করোনা ইউনিটে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৯ জন। হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২টি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৩ জুন, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর