thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১,  ২৭ রবিউল আউয়াল 1446

টাঙ্গাইলে ২২ কি‌লোমিটার যানজট

২০২১ জুন ০৪ ১০:৪১:২২
টাঙ্গাইলে ২২ কি‌লোমিটার যানজট

দ্য রিপোর্ট প্রতিবেদক: টাঙ্গাইলে মহাসড়‌কে ট্রাক দুর্ঘটনায় বিকল হওয়ার পর সেটি সরা‌তে দীর্ঘ সময় লেগে যায়। এতে টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে প্রায় ২২ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

আজ (শুক্রবার) ভোরে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে মহাসড়কের টাঙ্গাইলের রাবনা পর্যন্ত ২২ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে থে‌মে থে‌মে যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, এ সড়কে উত্তরবঙ্গগামী লেনে পরিবহনের চাপ বেশি। ভোররাতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কের ১৬ নম্বর সেতুর কাছে একটি দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেই ট্রাক সরাতে দীর্ঘ সময় লাগার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৪ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর