thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ভারতে ফের বেড়েছে মৃত্যুর সংখ্যা

২০২১ জুন ০৫ ০৬:২৫:৩০
ভারতে ফের বেড়েছে মৃত্যুর সংখ্যা

দ্য রিপোর্ট ডেস্ক: করোনায় ভারতে গত দুই দিন মৃত্যু কিছুটা কমে এলেও ফের বেড়েছে প্রাণহানি। গেল ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৮২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৪৭৬ মানুষ। তবে আক্রান্ত নিম্নগামী।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবারের আগে একদিনে মৃত্যু ছিল ২ হাজার ৭৩২। গত দুই দিনের তুলনায় শেষ একদিনে দেশটিতে করোনায় মৃত্যু বেড়েছে। একদিনে আক্রান্ত হন ১ লাখ ৩১ হাজার ৩৭১ জন।

এদিকে দিল্লি হাসপাতালগুলো জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত রোগীদের কোভিডপরবর্তী জটিলতা বেশি দেখা যাচ্ছে। যা প্রথম ঢেউয়ে কম দেখা গেছে। এদিকে রাশিয়ার করোনার টিকা স্পুৎনিক ভি তৈরির জন্য সিরাম ইনস্টিটিউটকে অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। রাশিয়ার গামালেয়া রিসার্চ ইন্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরি করবে সিরাম।

এর আগে, করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে অনুনোমদিত ৩০ কোটি করোনা টিকা কিনছে ভারত সরকার। ভারতীয় প্রতিষ্ঠান বায়োলেজিক্যাল-ই এর অজ্ঞাত ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়েলের তৃতীয় ধাপে রয়েছে। ভারত সরকার জানিয়েছে, প্রথম দুই ধাপে টিকাটির আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। টিকা প্রয়োগের হতি বাড়াতে ব্যর্থতার দায়ের মধ্যেই নতুন এ সিদ্ধান্ত নিলো মোদী সরকার। ১৪০ কোটি মানুষের দেশে এখন পর্যন্ত মাত্র ২২ কোটি মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। বিশ্বে একদিনে মারা গেছে ১০ হাজার ২৩৭ জন। একদিনে শনাক্ত ৪ লাখ ১৬ হাজারের বেশি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৫ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর