thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রামেক হাসপাতালে করোনায় আরও ৮ জনের মৃত্যু

২০২১ জুন ০৫ ১২:০৫:১২
রামেক হাসপাতালে করোনায় আরও ৮ জনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, মারা যাওয়া ৮ জনের মধ্যে ৪ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৪ জন উপসর্গে মারা গেছেন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন এবং রাজশাহীর ৩ জন রয়েছেন। আইসিইউ এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন তারা মারা যান।

ডা. সাইফুল ফেরদৌস জানান, শনিবার (৫ জুন) সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে ২২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৫ জুন, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর