thereport24.com
ঢাকা, বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১,  ৪ জমাদিউল আউয়াল 1446

রাজশাহীতে ২৮৮ জনের করোনা শনাক্ত

২০২১ জুন ০৫ ১৬:২৫:৪১
রাজশাহীতে ২৮৮ জনের করোনা শনাক্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়ছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৩ জনের করোনা ধরা পড়েছে রাজশাহী জেলায়। এ ছাড়া বিভাগে করোনার নতুন হটস্পট চাঁপাইনবাবগঞ্জে আরও ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের ৮ জেলায় করোনা সংক্রমণ দাঁড়াল ৩৭ হাজার ৩২১-এ।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় প্রাণ হারিয়েছেন ১১ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ৬, রাজশাহীতে ৩ এবং নওগাঁ ও বগুড়ায় একজন করে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে বিভাগে মহামারিতে প্রাণহানি দাঁড়াল ৫৯২ জনে।

এ পর্যন্ত বিভাগে করোনা জয় করেছেন ৩১ হাজার ৮৪০ জন। এর মধ্যে গত এক দিন করোনা জয় করেছেন ৬৫ জন।

বিভাগের আট জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৩ হাজার ৯৮৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন।

শনিবার (৫ জুন) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। একই দিনই করোনা ধরা পড়েছে ২৮৮ জনের। এর মধ্যে সর্বোচ্চ ১৩৩ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতে।

চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্ত হয়েছে ১০৭ জনের। এ ছাড়া বগুড়ায় ১৬, পাবনায় ১৪, জয়পুরহাটে ৮, নাটোরে ৪, সিরাজগঞ্জে ৪ এবং নওগাঁয় দুজনের করোনা ধরা পড়েছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগের আট জেলায় যে ৫৯২ সর্বোচ্চ ৩১৮ জন প্রাণ হারিয়েছেন বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৯৩, চাঁপাইনবাবগঞ্জে ৫১, নওগাঁয় ৪৫, নাটোরে ২৭, সিরাজগঞ্জে ২৪, পাবনায় ২২ এবং জয়পুরহাটে ১২ জন প্রাণ হারিয়েছেন করোনায়।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৫ জুন, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর