thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে ৫৩ টন চিনি উধাও

২০২১ জুন ০৫ ১৬:২৭:১১
কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে ৫৩ টন চিনি উধাও

দ্য রিপোর্ট প্রতিবেদক: কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে ৫৩ টন চিনি উধাও হয়ে গেছে। এ ঘটনায় স্টোরকিপারকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিবুর রহমান খান জানান, গত বৃহস্পতিবার ঘটনা টের পাওয়ার পর গুদামে চিনির মজুদ মিলালে ৫৩ টন চিনি কম পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা।

এ ঘটনায় গুদামের স্টোরকিপার ফরিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) কল্যাণ কুমার দেবদাসকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান কল্যাণ কুমার দেবদাস বলেন, কীভাবে চিনি সরানো হলো এবং এর সঙ্গে কারা কারা জড়িত তা বের করতে এরই মধ্যে কাজ শুরু করেছে তদন্ত কমিটি।

গত ২ ডিসেম্বর কুষ্টিয়া চিনিকলের আখমাড়াই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৫ জুন, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর