thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮,  ৫ জিলকদ  ১৪৪২

ফরাসি প্রেসিডেন্টের গালে চড়

২০২১ জুন ০৮ ২০:৫২:০৯
ফরাসি প্রেসিডেন্টের গালে চড়

দ্য রিপোর্ট ডেস্ক: জনতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ গিয়ে চড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ । জনসম্মুখে চড় খাওয়ার এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মঙ্গলবার দক্ষিণপূর্বাঞ্চলীয় ফ্রান্সের ড্রোম অঞ্চলে সরকারি সফরকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি ও রয়টার্স।

খবরে বলা হয়, জনতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান ফরাসি প্রেসিডেন্ট। সেখানে করোনা মহামারি পরবর্তী অবস্থায় স্বাভাবিক জীবনে ফিরে আসার বিষয়ে কথা বলতে যান তিনি। এসময় ব্যারিক্যাডের কাছে কিছুটা এগিয়ে গেলে অপর পাশ থেকে এক যুবক হাত বাড়িয়ে আচমকা প্রেসিডেন্টের গালে কষিয়ে চড় মেরে বসেন। সঙ্গে সঙ্গেই নিরাপত্তা সদস্যরা হতচকিত ম্যাক্রোঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন ও চড় মারা যুবককে আটক করেন নিরাপত্তা কর্মীরা। ঘটনার ব্যাপারে ম্যাক্রোঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর