thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জুন ২০২১, ৭ আষাঢ় ১৪২৮,  ১১ জিলকদ  ১৪৪২

রোববার ঢাকায় পৌঁছাবে চীনের টিকা

২০২১ জুন ১১ ১৫:০২:১৯
রোববার ঢাকায় পৌঁছাবে চীনের টিকা

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিনোফার্মের ৬ লাখ উপহারের টিকার দ্বিতীয় চালান এখন ঢাকার পথে। ইতোমধ্যেই এই টিকা বেইজিং এয়ারপোর্টে পৌঁছেছে। আগামী রোববার (১৩ জুন) ঢাকায় পৌঁছাবে।

উপহারের দ্বিতীয় কিস্তির টিকা নিয়ে এসব তথ্য জানিয়ে শুক্রবার (১১ জুন) সকালে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন ঢাকায় চীনা দূতাবাসের উপ রাষ্ট্রদূত হ্যালং ইয়ান। টিকা পরিবহন ও মজুতের তিনটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘৬ লাখ টিকা প্রস্তুত। ১৩ জুন (রোববার) তা বাংলাদেশে পৌঁছাবে।’

এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। সবগুলো ডোজই চীনের সিনোফার্ম উদ্ভাবিত বিবিআইবিপি-করভি টিকার।

বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়া হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১১ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর