thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ নেবেন না: বাইডেকে পুতিনের আহ্বান

২০২১ জুন ১২ ১৪:১৪:৪৫
আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ নেবেন না: বাইডেকে পুতিনের আহ্বান

দ্য রিপোর্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকান টেলিভিশন এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। খবর এএফপি ও রয়টার্সের।

পুতিন বলেন, তিনি মনে করেন, বাইডেন ট্রাম্পের চেয়ে কম আবেগপ্রবণ হবেন। তিনি আরও বলেন, ‘সবকিছুরই সুবিধা–অসুবিধা রয়েছে। তবে আমি আশা করব, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ নেবেন না।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের সবচেয়ে বেশি অবনতি হয়েছে।

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে পুতিনের।

আগামী বুধবার জেনেভায় পুতিন ও বাইডেনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

ওই সাক্ষাৎকারে পুতিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেন, ট্রাম্প অসাধারণ ও মেধাবী ব্যক্তি ছিলেন। আর পুতিন আরও বলেন, বাইডেন পেশাদার রাজনীতিবিদ। তিনি ট্রাম্পের চেয়ে অনেকটাই আলাদা।

গত মার্চ মাসে পুতিনকে খুনি বলে মন্তব্য করেন বাইডেন।

এ বিষয়ে জানতে চাইলে পুতিন বলেন, তিনি এ রকম অনেক অভিযোগ শুনেছেন। এসব নিয়ে তিনি ভাবেন না।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১২ জুন, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর