thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

‘দেশে আগামী সপ্তাহে ফাইজার ও সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু’

২০২১ জুন ১৪ ১৪:৪৩:০৮
‘দেশে আগামী সপ্তাহে ফাইজার ও সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু’

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী সপ্তাহে ফাইজার ও সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম।

আজ সোমবার (১৪ জুন) দুপুরে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

ডা. এ বি এম খুরশীদ আলম জানান, নির্দিষ্টভাবে তারিখ ঘোষণা না করতে পারলেও আগামী সপ্তাহেই এই টিকার প্রয়োগ শুরু করতে পারব। নিবন্ধিতদের টিকা নেয়া না থাকলে নতুন করে এসএমএস পাবেন এবং নিদির্ষ্ট কিছু হাসপাতালে তাদের এ টিকা দেয়া হবে। পর্যাপ্ত টিকা পেলে মানুষ নতুন করে টিকার নিবন্ধনের সুযোগ পাবে।

এদিকে রবিবার করোনায় আক্রান্ত হয়ে দেশে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ১১৮ জন। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লাখ ৭৫ হাজার ১১২টিতে। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা আট লাখ ২৬ হাজার ৯২২ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৪ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর