thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বান্দরবানে ডায়রিয়ার প্রাদুর্ভাব, মৃত্যু ৬

২০২১ জুন ১৪ ১৪:৪৪:৪১
বান্দরবানে ডায়রিয়ার প্রাদুর্ভাব, মৃত্যু ৬

দ্য রিপোর্ট প্রতিবেদক: বান্দরবানের আলীকদম উপজেলায় হঠাৎ করে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শুক্রবার (১১ জুন) থেকে সোমবার (১৪ জুন) সকাল পর্যন্ত ৪ দিনে উপজেলার ৪ নং ইউনিয়নে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছে।

ডায়রিয়ায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, মাংরুম পাড়ার মাংদম ম্রো, রেংচেং ম্রো, ঙানলি ম্রো, ইয়ুংচা পাড়ার রামদন ম্রো, কাইসার ম্রো ও তুমলত ম্রো।

স্থানী সূত্রে জানা গেছে, ওই উপজেলার দুর্গম ৪ নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কুরুকপাতায় ডাইরিয়ায় আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছে। এ পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়েছে ওই ইউনিয়নে ৫৫ জন বাসিন্দা।

এ বিষয়ে বান্দরবান জেলার সিভিল সার্জন ডা. অংসুইপ্রু বলেন, আলীকদম উপজেলার থানচির সীমান্ত এলাকায় কয়েকটি পাড়ার লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ৪ দিনে ৬ জন মারা গেছে। এরই মধ্যে সেখানে ২টি মেডিকেল টিম পৌঁছেছে। সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আরও মেডিকেল টিম পাঠানো হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৪ জুন, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর