thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

এসএমই উদ্যেক্তাদের প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের চুক্তি

২০২১ জুন ১৬ ১৮:১৪:৫০
এসএমই উদ্যেক্তাদের প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের চুক্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক :করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, কুটির ও মাঝারী (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের উদ্দেশ্যে চুক্তি সই করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন। সোমবার (১৪ জুন) রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব তারিক মোর্শেদ এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ।

এসএমই ফাউন্ডেশনের ‘ক্রেডিট হোলসেলিং কর্মসূচী’র আওতায় এই প্রণোদনা প্যাকেজের একটি অংশ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের জন্য বরাদ্দ করে এসএমই ফাউন্ডেশন। চুক্তি অনুসারে, চার শতাংশ মুনাফায় ঋণ নিতে পারবেন করোনায় ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তারা।

অনুষ্ঠানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপদেষ্টা জনাব সহিদ হোসেন, ডিএমডি কে এম আওলাদ হোসেন, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশনের হেড নাভেরা আলম, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার ও মো. সিরাজুল হায়দার এনডিসি উপস্থিত ছিলেন।

দ্য রিপোর্ট/এএস/১৬জুন ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর