thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বাণিজ্যিক ব্যাংকসহ সব ব্যাংকে সিআইবি ব্যবহারের নতুন বিধিবিধান কার্যকর

২০২১ জুন ১৬ ১৮:১৭:৪৫
বাণিজ্যিক ব্যাংকসহ সব ব্যাংকে সিআইবি ব্যবহারের নতুন বিধিবিধান কার্যকর

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাণিজ্যিকব্যাংকসহ সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপিদের ধরতে বাংলাদেশ ব্যাংকের গ্রাহকের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) আরও শক্তিশালী করা হয়েছে। সিআইবি অনলাইন সিস্টেমের ইনকোয়ারি মডিউলে নতুন সংযোজনের বিষয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয়।

তা সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। আজ বুধবার থেকে সিআইবি ব্যবহারের নতুন বিধিবিধান কার্যকর হয়েছে। নতুন সিআইবি ব্যবহারের মাধ্যমে ঋণখেলাপিদের সহজে শনাক্ত করা যাবে। বর্তমানে সিআইবিতে সব ধরনের ঋণ একসঙ্গে রয়েছে।

নতুন ব্যবস্থায় সিআইবি অনলাইন সিস্টেমের ইনকোয়ারি মডিউলে সব ঋণ ও চলমান ঋণকে আলাদা অপশনে রাখা হয়েছে। চলমান ঋণের মধ্যে পরিশোধিত ঋণের গত ছয় বছরের তথ্য সংযোজন করা হয়েছে। আবেদন করা ঋণের গত দুই বছরের তথ্য সংযোজন করা হয়েছে। শুধু চলমান ঋণ অপশন থেকে ডাউনলোড করা সিআইবি রিপোর্টে শুধু চলমান ঋণ ও আবেদন করা ঋণের তথ্য থাকবে। ঋণখেলাপিদের শনাক্ত করতে নিয়মিত ঋণ ও খেলাপি ঋণকে আলাদাভাবে শনাক্ত করার ব্যবস্থা করা হয়েছে। সিআইবির নিরাপত্তা বাড়াতে পাসওয়ার্ড করা হয়েছে ১১ ডিজিটের। তিন দফা ভুল পাসওয়ার্ড দিলে তা ব্লক হয়ে যাবে। সিআইবি ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট অনলাইন সিস্টেমসের নিরাপত্তা বাড়াতে হবে।

সিআইবি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ একটি বিভাগ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণবিষয়ক সব ধরনের তথ্য এখানে সংরক্ষিত থাকে। ঋণ গ্রহণে আগ্রহী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আগে ঋণ নিয়েছেন কি না, নিয়ে থাকলে তা শোধ করেছেন কি না বা কী অবস্থায় আছে, এসব তথ্য জানা যায় এর মাধ্যমে। পাশাপাশি ঋণের জামানতের তথ্যও এতে সংযোজন করা হয়েছে। ঋণখেলাপিদের তথ্যও পাওয়া যায় এখান থেকে।

দ্য রিপোর্ট/এএস/১৬জুন ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর