thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ট্রেনের সিডিউল বিপর্যয়

২০১৪ মার্চ ২২ ১৪:৩৮:৩৭
চট্টগ্রামে ট্রেনের সিডিউল বিপর্যয়

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামে আবারও ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। এতে বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী। দীর্ঘ ৬ ঘণ্টা পরও চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যায়নি। সিলেট থেকে আসা উদয়ন এক্সপ্রেসও স্টেশনে এসে পৌঁছায়নি। সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনটি নির্ধারিত সময়ে না পৌঁছার কারণে চট্টগ্রাম স্টেশন থেকে পাহাড়িকা ট্রেনটি ছেড়ে যেতে পারছে না বলে জানান রেলের চট্টগ্রামের স্টেশনের ম্যানেজার সামশুল আলম।

তিনি বলেন, দুপুরের মধ্যে সিলেটের ট্রেনটি স্টেশনে পৌঁছলে এটি ছেড়ে যাবে।

স্টেশনের ম্যানেজার সামশুল আলম আরও জানান, আগামী সোমবার পর্যন্ত এ সমস্যা থাকবে। কারণ একটি ট্রেনের কোনো কারণে বিলম্ব হলে সেটির রেশ কয়েকদিন থাকে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামে পৌঁছেনি। চট্টগ্রাম থেকেও সকালে সিলেটগামী পাহাড়িকা ট্রেন ছেড়ে যেতে পারেনি।

এদিকে সকালে ট্রেন ছেড়ে যেতে না পারায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা। অনেক যাত্রী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে না পেরে টিকেট ফেরত দিচ্ছেন। অনেককে ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/জেএম/আরকে/মার্চ ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর